তরমুজের জুস




তরমুজের জুস তৈরীর পদ্ধতি 


যা যা লাগবে:

তরমুজ ৫০০ গ্রাম বা একটি বড় তরমুজের ১/৪ ভাগ, চিনি ৪/৫ চামচ ও ঠান্ডা পানি বা বরফ। 


যেভাবে তৈরি করবেন:

১) প্রথমে তরমুজ ধুয়ে নিয়ে এর উপরের খোসা থেকে ভিতরে সাদা অংশ পর্যন্ত কেটে ফেলুন।   

২)  তরমুজের রসালো লাল অংশ ছোট টুকরা করে নিয়ে বীজগুলো ফেলে দিন। 

৩) এরপর তরমুজের টুকরার সাথে চিনি ও ফ্রিজের ঠান্ডা পানি পরিমাণমত নিয়ে একসাথে মিশিয়ে ব্লেন্ড করুন। (২/৩ চিমটি বিটলবণ ও ১ চামচ লেবুর রস স্বাদ বাড়ানোর জন্য দিতে পারেন)

৪) এভাবেই সহজে তৈরি হয়ে গেল তরমুজের জুস বা শরবত। এবার গ্লাসে জুস বা শরবতে বরফ টুকরা মিশিয়ে পরিবেশন করুন। 

আরও পড়ুন টমেটোর সূপ




বিজ্ঞাপন



আমাদের ফেসবুক পেজ - @NURStudioBD 

আমাদের ইউটিউব চ্যানেল @Cooking,Health,&Beauty


আরও একটি সম্পর্কিত পোস্ট পড়ুন কেন খাবেন তরমুজের জুস

আরও একটি সম্পর্কিত পোস্ট পড়ুন তরমুজের জুস তৈরি করবেন যেভাবে