ঝরঝরে সাদা পোলাও রান্না




সাদা পোলাও রান্না 


যা যা লাগবে: 

চাল ৫০০গ্রাম, কাঁচা মরিচ ৪/৫ টি, পেঁয়াজকুচি ২/৩টি, তেজপাতা ২/৩টি, দারুচিনি ৪/৫ টুকরা, এলাচ ৪/৫টি, আদাবাটা ১চামচ, জিরাবাটা ১ চামচ, কিসমিস, গরম পানি, লবণ, ঘি ও তেল পরিমাণমত।

যেভাবে তৈরি করবেন: 

১) চাল ভালভাবে ধুয়ে রেখে দিন ১০ মিনিট।

২) পাতিল ভাল করে ধুয়ে তারপর চুলায় পাতিল দিন, ভালভাবে গরম হলে সেখানে তেল বা ঘি দিয়ে দিন।

৩) তেল ভালভাবে গরম হবার পর তেজপাতা, পেঁয়াজকুচি দিয়ে নাড়ুন, কিছুক্ষন পর চালগুলি ঢেলে দিয়ে ১০মিনিট নাড়ুন। 



৪) অন্য পাতিলে পানি গরম করুন।

৫) তারপর লবন, আদাবাটা, এলাচ, কিসমিস, দারুচিনি দিয়ে কিছুক্ষন নাড়ুন। এরপর গরম পানি পরিমাণ মত ঢেলে দিন একটু নাড়ুন তারপর ঢেকে দিন। অল্প আঁচে ১০/১৫মিনিট রাখুন।

৬) মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে দিন। ১০/১৫মিনিট পর জিরাবাটা দিয়ে একটু নাড়ুন। চাল শক্ত থাকলে আরও ৫/৬মিনিট চুলায় রাখুন, এরপর নামিয়ে পরিবেশন করুন । 



বিজ্ঞাপন


আমাদের ফেসবুক পেজ @NURStudioBD

আমাদের ইউটিউব চ্যানেল @Cooking,Health,&Beauty

আমাদের লাইফস্টাইল বিষয়ক ইউটিউব চ্যানেল AUHStyle


আরও একটি সম্পর্কিত পোস্ট পড়ুন ঝরঝরে পোলাও রান্না করার রেসিপি

আরও একটি সম্পর্কিত পোস্ট পড়ুন ঝরঝরে পোলাও রান্নার টিপস

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন