অবদানকারী


আমাদের সাথে যোগাযোগের ইমেইল ‍auh@auhbd.com

নূরজাহান বেগম, স্বত্বাধিকারী লেখক

নূরজাহান তার লেখা দিয়ে এই ব্লগটিকে সমৃদ্ধময় করেছেন। নূরজাহান নতুন নতুন পোস্টের আইডিয়া নিয়ে আসছেন, লিখছেন, এবং পোস্টের জন্য ছবি/ভিডিও তৈরি করছেন। তিনি রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর। জীবনের অনেকটা সময় বিভিন্ন উন্নয়ন প্রতিষ্ঠানে কাজ করেছেন। নূরজাহান সম্পর্কে আরো জানতে আগ্রহী?

ব্যক্তিগত জীবনে নূরজাহান একজন অসাধারণ মা এবং মেয়ে। একজর সাহসী মানুষ ও একজন আত্মনির্ভরশীল নারী। পদক্ষেপ যত বড় বা ছোটই হোক না কেন নূরজাহান কখনো পিছু হটেন না। মা অসুস্থ হয়ে পড়ায় মায়ের সেবা করার জন্য চাকরি ছেড়ে দেন।  একা একজন কিশোরী মা হয়ে নিজের মেয়েকে মানুষ হিসেবে গড়ে তুলেছেন, সাহস এবং সম্মানের সঙ্গে জীবন পার করে আসছেন। নূরজাহান নেয়ার চেয়ে দিতে বেশি ভালবাসেন। সব মানুষকে তিনি সমানভাবে সম্মান করেন। নূরজাহানের ফেসবুক প্রোফাইল


আশরাফুন নাহার, ব্যবস্থাপনা সম্পাদক

আশরা আমাদের ব্যবস্থাপনা সম্পাদক হিসেবে কাজ করেন। লেখকের দেয়া রেসিপি ও ছবিগুলো সম্পাদনের কাজ করেন। নিয়মিত পোস্ট আপলোড করেন ও SEO এর কাজে সাহায্য করেন। পোস্ট শ্রেণিবিন্যাসের কাজে সাহায্য করেন। এই ব্লগের ফেসবুক পেজের এডমিন হিসেবে কাজ করেন। আশরা সম্পর্কে আরো কিছু জানতে মন চাইছে?

আশরা বিড়াল খুব পছন্দ করেন। মাঝেমাঝে তাকে দেখা যায় পথের ধারের বিড়ালের সাথে গল্প করতে, আর যদি সখ্যতা বেড়ে যায় বাসায় নিয়ে আসেন এবং কিছুদিন পর অতি ভালবাসায় বিরক্ত হয়ে বিড়াল বাসা ছেড়ে পালায়। আশরা বন্ধুদের সঙ্গে সময় কাটাতে ভালবাসে। আশরা ভালো গাইতে পারে। দিনে ঘুমিয়ে, রাতে জাগার জন্য নিজেকে তৈরি করে, এভাবেই সে ফাইন্যান্স মেজর নিয়ে ২০১৭ সালে বিবিএ শেষ করেছে। আশরার প্রোফাইল Ash_Roma.


আসমা হোসনা, ব্লগ পরিচালনাকারী

আসমা এই ব্লগটি পরিচালনা করেন। ব্লগ তৈরি, থিম ও লেয়াউট সেটিং, পোস্ট নির্বাচন, এবং মাকেটিং এই সব কাজে আমাদেরকে সহায়তা করেন। এই ব্লগটি ছাড়াও আরো একটি ব্লগ আসমা পরিচালনা করেন, এখানে দেখুন AUHStyle। আসমা সম্পর্কে আরো কিছু জানুন—


আসমা প্রকৃতি ভালবাসে। যে সব মানুষ মানুষকে বাজে অনুভূতি দেয়, তাদের থেকে দূরে থাকে। আসমা অক্ষর সম্পন্ন; বাংলা বর্ণমালা এবং ইংরেজ আলফাবেট দুটোই পড়তে ও ব্যবহার করতে পারে। মাঝেমাঝে আদো আদো ফরাসি বলার চেস্টা করে। প্রসঙ্গক্রমে, আসমা ২০১০ সালে গতানুগতিক পড়াশোনার পর্ব শেষ করে দিয়েছে, কিন্তু জীবনের পড়া এখনো চলছে। 

আমাদের সাথে যোগাযোগের ইমেইল auh@auhbd.com